Online Bangla Dictionary - বাংলা-ইংরেজী অভিধান

Random Words
Isometric
Isosceles
Isotherm
Isotope
Issue
Isthmus
Bangla to Bangla / English Dictionary
নীচের বক্সে বাংলা বা ইংরেজী শব্দ লিখে Meaning বাটনে ক্লিক করুন।

Meaning of the word অর from Bangla-English Dictionary
অর: Bangla to English
অর [ara] n the spoke of a wheel; (geom.) a ra dius.
অরক্ষণ [arakṣaṇa] n not keeping or maintaining or guarding or protecting or defending. অরক্ষণীয় a. not fit to be kept or main tained or guarded or protected or de fended. অরক্ষণীয়া a. fem. of অরক্ষণীয় ।a. & n. a Hindu girl who is too old to have her marriage deferred any longer; an unmarried girl who has just reached her puberty.
অরক্ষিত [arakṣita] a unprotected; unguarded; defenceless; (of promises, requests, or ders, injunctions etc.) not complied with, not observed, not obeyed, not kept properly or safely or securely; uncared for; not kept. অরক্ষিত নগর an open city. অরক্ষিত বাড়ি a deserted house.
অরগুণ [araguṇa] n good quality, merit, virtue, অরগুণ নেই বরগুণ আছে having none of the virtues but only lots of vices, hav ing more bad qualities than good.
অরঘট্ট [araghaṭṭa] n a draw-well; an apparatus for drawing water from a well.
অরজস্ক [arajaska] a (of a girl) whose menstruation has not yet started; who has not yet attained her puberty.
অরজা [ arajā] a (of a girl) whose menstruation has not yet started; who has not yet attained her puberty.
অরজাঃ [ arajāḥ] a (of a girl) whose menstruation has not yet started; who has not yet attained her puberty.
অরণি [araṇi] n matchwood, flintwood; flint.
অরণ্য [araṇya] n wood, forest, jungle. ̃জ, ̃জাত a. grown in the forest. ̃জাত দ্রব্য forest products. ̃পাল n. ranger. ̃বাসী a. liv ing in a wood. ☐ n. such a person; a forester, a bushman. ̃ময়, ̃সংকুল a. woody. অরণ্যানী n. a vast or extensive forest. অরণ্যায়ন n. afforestation. অরণ্যে রোদন করা v. to cry in the wilderness, to cry in vain.
অরতি [arati] n absence of amorous or sexual desire; absence of attachment or affec tion; apathy.
অরন্ধন [arandhana] n the Hindu festival of abstaining from cooking observed on the last day of Bhadra (ভাদ্র); abstaining from cooking.
অরব [araba] a noiseless; silent, still. অরবে adv. noiselessly; silently.
অরবিন্দ [arabinda] n a lotus.
অরমণীয় [aramaṇīẏa] a not pleasing or attrac tive or beautiful, not lovely.
অরম্য [ aramya] a not pleasing or attrac tive or beautiful, not lovely.
অরবু [arabu] n an enemy. ☐ a. cruel, ferocious.
অরসজ্ঞ [arasajña ] a incapable of appreciat ing, lacking in power of appreciation; devoid of the sense of humour. fem. অরসজ্ঞা, অরসিকা । অরসিকেষু রসস্য নিবেদনম্ wit is meant for the witty alone; a witty remark that falls flat on a person devoid of humour.
অরসিক [ arasika] a incapable of appreciat ing, lacking in power of appreciation; devoid of the sense of humour. fem. অরসজ্ঞা, অরসিকা । অরসিকেষু রসস্য নিবেদনম্ wit is meant for the witty alone; a witty remark that falls flat on a person devoid of humour.
অরাজক [arājaka] a anarchical; divested of law and order, lawless; disorderly. ̃তা n. ab sence of government in a society; anar chy; lawlessness and disorder; political or social disorder; turmoil.
অরাতি [arāti] n an enemy, an adversary, a foe. অরিঘ্ন a. destroying or liquidating the enemy. অরাতিদমন, অরিজিত্, অরিন্দম, অরিমর্দন a. & n. one who subdues or conquers or has subdued or has con quered one's enemies.
অরি [ ari] n an enemy, an adversary, a foe. অরিঘ্ন a. destroying or liquidating the enemy. অরাতিদমন, অরিজিত্, অরিন্দম, অরিমর্দন a. & n. one who subdues or conquers or has subdued or has con quered one's enemies.
অরিত্র [aritra] n (নৌকার হাল) helm, rudder.
অরিষ্ট [ariṣṭa] n fermented wine, alcohol; any medicinal sublimate; good luck. ̃চূর্ণ n. powder of any medicinal subli mate.
অরীতি [arīti] n improper practice or usage; bad custom.
অরুগ্ণ [arugṇa] a not sickly; not diseased.
অরুচি [aruci] n loss of appetite; strong aversion (chiefly to food and pleasure); dis taste, disinclination, disrelish; apathy. ̃কর a. causing aversion to food and pleasure; unpalatable; distasteful, dis agreeable.
অরুণ [aruṇa] n the sun; (myth.) the name of the charioteer of the sun; the newly-risen sun, the morning sun; glow of the morning sun; purple or crimson colour. ☐ a. purple, crimson; sanguine, florid. ̃নয়ন, ̃লোচন a. purple-eyed, crimson eyed. অরুণিত a. crimsoned, purpled; reddened. অরুণিম a. having a purple or crimson glow; rosy. অরুণিমা n. crimson or purple glow; rosiness. অরুণোদয় n. sunrise; dawn, daybreak. অরুণোপল n. the ruby.
অরুদ্ধ [aruddha] a not closed or barred; not re strained or obstructed; unchecked, un impeded.
অরুন্তুদ [aruntuda] a heart-rending, cutting to the quick; extremely agonizing; very pain ful.
অরুন্ধতী [arundhatī] n (astr.) a dim star in the Ursa Major; (myth.) the devoted wife of sage Vasistha (বশিষ্ঠ).
অরুষ্ট [aruṣṭa] a not angry; not annoyed, not dis pleased.
অরূপ [arūpa] a shapeless, formless, amorphous, unembodied; bereft of beauty, ugly. ̃রতন n. an unbodied gem.
অরোগী [arōgī] a free from illness; hale.
অর্ক [arka] n the sun; crystal; a ray or beam of light; sunrays; light; the sun-plant, the swallow-wort (অর্কপত্র). ̃প্রিয়া n. a kind of china rose. ̃বর্ষ n. the solar year. ̃বৃক্ষ n. the margosa-tree.
অর্গল [argala] n a bolt, a bar; a hindrance, an ob stacle, a barrier.
অর্ঘ [argha] n price, cost, value.
অর্ঘ [argha] n worship; offerings.
অর্ঘ্য [arghya] n offerings, sacrifice, altarage; pre sents and address with which an honourable person is received; any thing offered in homage (to).
অর্চক [arcaka] n a worshipper; a priest; a commu nicant.
অর্চন [arcana] n worship; cult; adoration; homage. অর্চনা করা v. to worship; to adore; to pay homage to. অর্চনীয় a. one who or that which should be or is to be worshipped; worshipful; adorable; honourable; venerable, reverend.
অর্চনা [ arcanā] n worship; cult; adoration; homage. অর্চনা করা v. to worship; to adore; to pay homage to. অর্চনীয় a. one who or that which should be or is to be worshipped; worshipful; adorable; honourable; venerable, reverend.
অর্চা [arcā] n an idol; worship (used as a cor relative of পূজা as in পূজাঅর্চা). ☐ v. (poet.) to worship.
অর্চি [arci] n a flame; glow; heat.
অর্চিঃ [ arciḥ] n a flame; glow; heat.
অর্চিত [arcita] a worshipped; adored; honoured.
অর্চিষ্মান [arciṣmāna] a glowing, beaming. ☐ n. the sun.
অর্চ্য [arcya] a var. of অর্চনীয় ।
অর্জক [arjaka] a. & n one who earns or acquires or attains.
অর্জন [arjana] n earning or acquiring or attaining; that which is earned or acquired or at tained; acquisition, attainment; gain. অর্জন করা v. to earn, to acquire, to at tain; to gain.
অর্জয়িতা [arjaẏitā] n var. of অর্জক ।
অর্জিত [arjita] a earned, acquired; attained.
অর্জুন [arjuna] n a stye on the eyelid; a kind of tree (the juice of its bark is used as a cordial medicine;—cp. foxglove, digi talis).
অর্ণব [arṇaba] n an ocean, a sea. ̃পোত, ̃যান n. a sea-going vessel or ship.
অর্ডারি [arḍāri] a ordered for, indented; made to order; sent in accordance with order or indent.
অর্থ [artha] n meaning, import, significance; interpretation. অর্থ করা v. to give the meaning of; to interpret; to explain, to expound. ̃গৌরব n. weight or weighti ness of significance; richness of im port. ̃পূর্ণ a. meaningful, significant; signifying. ̃প্রদ a. conveying meaning; signifying. ̃বহ a. bearing some mean ing, significant; suggestive. ̃বিচার n. consideration or determination of meaning. ̃বিদ a. conversant with the meaning of words; one who has insight into reality. ☐ n. such a person; a metaphysician, a philosopher. ̃বোধ n. realization of meaning. ̃ভেদ n. difference in interpretations; different interpretations; interpretation or expla nation ('কৃপার শাস্ত্রের অর্থভেদ'). শূন্য a. meaningless, nonsense. অর্থশূন্য দৃষ্টি n. vacant look. ̃সংগতি n. consistency in meanings; appropriateness of meaning. ̃হানি n. misinterpretation; meaning lessness. ̃হীন a. same as অর্থশূন্য ।
অর্থ [artha ] n money, wealth; purpose, end in view, object; behalf (পরার্থে); earthly or secular prosperity, comfort and hap piness (ধর্ম-অর্থ-কাম-মোক্ষ); politics; po litical economy, economics; purpose (মোক্ষার্থে তপস্যা); any branch or subject of learning (সর্বার্থতত্ত্ব); the thing de sired (পুরুষার্থ). অর্থ আধিকারিক n. finance officer. ̃কর a. helpful in earning money, money-earning, money-mak ing. fem. ̃করী । ̃করী বিদ্যা learning or training conducive to earning money; professional training. ̃কষ্ট n. pecuniary hardship or trouble; want or shortage of money. ̃কামী a. (eagerly) desirous of earning or acquiring money or wealth; avaricious. ̃কৃচ্ছ্র n. same as ̃কষ্ট । ̃গৃধ্নু a. avaricious, mammonish. ̃চিন্তা n. pecuniary worry; devising means of earning money. ̃চেষ্টা n. ef fort to earn or procure money. ̃তত্ত্ব n. political economy; economics. ̃দণ্ড n. a fine; pecuniary loss. ̃নীতি n. political economy, economics; principles of economics. ̃নীতিজ্ঞ, ̃নীতিবিদ n. an economist. ̃নৈতিক same as আর্থনীতিক । ̃পর, ̃পরায়ণ a. avaricious, mammonish; miserly. ̃পাল n. a trea surer. ̃পিপাসা n. thirst for money. ̃পিপাসু a. thirsty for money. ̃পিশাচ n. one who is unscrupulously greedy of money; one having an inordinate lust for money; a Mammon-worshipper. ̃প্রদ a. that which fetches money, money-earning. ̃প্রাপ্তি n. act of obtain ing or earning money. ̃বল n. financial strength or competency; power of wealth. ̃বান a. rich, wealthy. ̃বিদ্যা n. same as অর্থতত্ত্ব । ̃বিনিয়োগ n. investment of money. ̃বিজ্ঞান n. same as অর্থতত্ত্ব । ̃বিজ্ঞানী n. an economist. ̃ব্যয় n. act of spending money; expenditure, ex pense, cost. ̃ভাণ্ডার n. treasury; fund. ̃মন্ত্রক n. the ministry of finance. ̃লাভ n. same as অর্থপ্রাপ্তি । ̃লালসা, ̃লিপ্সা, ̃লোভ n. (chiefly morbid) desire for money; avarice, cupidity. ̃লিপ্সু, ̃লোভী a. avaricious. ̃শালী a. rich, wealthy. ̃শাস্ত্র n. political economy, economics; political science, politics (কৌটিল্যের অর্থশাস্ত্র). ̃শূন্য a. unprovided with money; grossly short of money; penniless, insolvent. ̃শূন্যতা n. lack of money; gross shortage of money; in solvency, pauperism. ̃সংকট n. finan cial crisis. ̃সংগ্রহ n. procurement or collection or acquisition or earning of money. ̃সংগ্রহ করা v. to procure or col lect or acquire or raise or earn money. ̃সংস্হান n. provision or procurement of money. সংস্হান করা v. to provide or procure money (for). সংগতি n. provi sion or possession of money; solvency. সংগতি থাকা v. to possess money or funds (for); to be well-to-do or solvent. ̃সচিব n. finance secretary. ̃সঞ্চয় n. saving or hoarding or accumulating money or wealth. ̃সঞ্চয়ী a. money-sav ing. ̃সাহায্য n. monetary aid or grant; donation. ̃সাহায্য করা v. to grant mon etary aid; to help with money. ̃হানি n. loss of money. ̃হীন n. same as অর্থশূন্য । অর্থাগম n. inflow or influx of money; in come.
অর্থাত্ [arthāt] con that is to say, that is, signify ing that.
অর্থান্তর [arthāntara] n difference in interpretation; a different interpretation; another or a different meaning or significance. ̃ন্যাস n. (rhet.) a figure of speech which corroborates the general by the particular or the particular by the gen eral or the cause by the effect or the ef fect by the cause, corroboration.
অর্থাপত্তি [arthāpatti] n (log.) a circumstantial source of proof, a kind of inference; presump tion; (rhet.) a figure of speech akin to metonymy.
অর্থাভাব [arthābhāba] n lack or want of money; pau city of fund.
অর্থিত [arthita] a one of whom anything is asked or begged; that which is asked for or begged.
অর্থি-প্রত্যর্থী [arthi-pratyarthī] n the accuser and the ac cused, the plaintiff and the defendant.
অর্থী [arthī] a one who is asking or praying for, solicitous (ধনার্থী); desirous of (বিদ্যার্থী); one who accuses or com plains; rich, wealthy. ☐ n. such a per son; a petitioner, an applicant; a candi date, a desirer; an accuser, a complain ant, a plaintiff; a rich man.
অর্থে [arthē] prep for, on account of কী অর্থে in what sense.
অর্থোপার্জন [arthōpārjana] n earning money. অর্থোপার্জন করা v. to earn money.
অর্থোদ্ভেদ [arthōdbhēda] n exploring the meaning of.
অর্দন [ardana] n killing; a killer.
অর্দিত [ardita] a killed.
অর্ধ [ardha] n any of two unequal parts (অসম অর্ধ); a half, a moiety. ☐ a. half; di vided into two parts (অর্ধ বঙ্গ); incom plete, partial (অর্ধাশন). ☐ adv. half; in completely, partially, in part. ̃কথিত a. told in part, half-told. ̃কৃত a. halved; divided into two parts; half-done, par tially done, inompletely done. ̃গ্রাস n. (astr.) partial eclipse. ̃ঘন্টা n. half an hour. ̃চন্দ্র n. the crescent moon; (facet.) act of driving out by pushing by the neck, act of beating in this man ner. ̃চন্দ্র দেওয়া v. (facet.) to seize (a person) by the neck and drive out by pushing, to beat or thrash in this man ner. ̃চন্দ্রাকার, ̃চন্দ্রাকৃতি a. crescent, cres cent-shaped. ̃দগ্ধ a. half-burnt. ̃দণ্ড n. twelve minutes (see দণ্ড). ̃নারীশ্বর n. a deity the right half of whose body is that of God Shiva (শিব) whilst the left half is that of Durga (দুর্গা). ̃নমিত a. (of a flag) at half-mast. ̃নিমীলিত a. par tially closed, half-shut. ̃পথ n. half the way; the middle of the way. ̃পরিস্ফুট a. half-articulate; indistinct. ̃বয়স্ক a. middle-aged. ̃বৃত্ত n. a semicircle. ̃বৃত্তাকার a. semicircular. ̃ব্যক্ত a. half revealed, half-disclosed; half-ex pressed. ̃ভাগ n. a half part or share; half, a moiety. ̃ভূমণ্ডল n. a hemi sphere. ̃মাত্রা n. the half of a quantity or dose or musical metre. ̃মৃত a. half dead; almost dead; more dead than alive; dying. ̃রাত্রি n. one half of the night; midnight. ̃শত n. & a. fifty. ˜শয়ান a. recumbent, reclining. ̃শিক্ষিত a. (usu. dero.) half-educated. ̃সত্য n. half-truth. ̃স্ফুট a. half-articulate; in distinct; babbling.
অর্ধাংশ [ardhāṃśa] n one of two equal parts, a share, half, a moiety.
অর্ধাঙ্গ [ardhāṅga] n half of the body; (facet.) a hus band. অর্ধাঙ্গী, অর্ধাঙ্গিনী n. fem. wife, bet ter half.
অর্ধাধিক [ardhādhika] a (of moon or planet) gibbous.
অর্ধার্ধ [ardhārdha] n a quarter. ☐ a. sharing or divid ing equally in halves.
অর্ধাশন [ardhāśana] n underfeeding; imperfect nutri tion or feeding, a starvation diet or meal.
অর্ধেন্দু [ardhēndu] n the crescent moon; the half risen moon. ̃শেখর, ̃মৌলি n. one who has the crescent moon on one's fore head; appellations of Shiva (শিব).
অর্ধোক্তি [ardhōkti] n inarticulate or suppressed utter ance; incomplete utterance.
অর্ধোচ্চারিত [ardhōccārita] a uttered inarticulately or in a suppressed manner, mumbled; half pronounced.
অর্ধোদয় [ardhōdaẏa] n an auspicious annual conjunc tion of stars in Paus (পৌষ) or Magh (মাঘ) considered a holy occasion for the Hindus for ceremonial bathing in the Ganges.
অর্ধোদিত [ardhōdita] a (of the sun, moon and stars) half-risen.
অর্পণ [arpaṇa] n giving or offering; placing or de positing; handing over or making over; committal; bestowal; award; invest ment. অর্পণ করা v. to give, to offer; to place, to deposit; to hand over, to make over; to commit (to); to bestow; to award; to invest (with). অর্পণীয় a. that which is to be or should be given or of fered or placed or deposited or handed over or made over or committed to or bestowed or awarded or invested (with).
অর্পয়িতা [arpaẏitā] a. & n one who gives or offers or places or deposits or hands over or makes over or commits (to) or bestows or awards or invests (with). fem. অর্পয়িত্রী ।
অর্পিত [arpita] a given, offered; placed, depos ited; handed over, made over, commit ted, bestowed, awarded, invested. fem. অর্পিতা ।
অর্বাচীন [arbācīna] a (often dero.) one who or that which is coming after; backward; younger; new; modern; immature; one whose intelligence and knowledge have not matured; inexperienced; un wise; foolish, an ignoramus. ̃তা n. backwardness; state of being younger or new or modern; immaturity in age or intelligence and knowledge; inexpe rience; lack of wisdom; foolishness.
অর্বুদ [arbuda] a. & n one hundred million. ☐ n. a tumour; (bot.) a node. ̃যুক্ত a. (bot.) nodulous.
অর্শ [arśa] n piles, haemorrhoids.
অর্শানো [arśānō] v to devolve on; to come upon or influence or make responsible by way of contact, association etc.; to contami nate.
অর্হ [arha] a worthy, deserving, -able (সম্মানার্হ). ☐ n. cost, price, value (মহার্হ).
অর্হণ [arhaṇa] n worthiness, ability; wor ship; adoration. অর্হণীয় a. worshipful; adorable.
অর্হণা [ arhaṇā] n worthiness, ability; wor ship; adoration. অর্হণীয় a. worshipful; adorable.
অর্হত্ [arhat] n a Buddhist or Jain anchorite who has attained salvation or is worthy of attaining it; Lord Buddha.
অর্হা [arhā] fem of অর্হ ।
মনি-অর্ডার [mani-arḍāra] n a money-order. মনি-অর্ডার করা v. to send by money order. মনি অর্ডারযোগে, মনি-অর্ডার করে adv. by money-order.
অর: Bangla to Bangla
অর্ন্তদ্বার [arntadbāra] বি. গোপন দরজা; খিড়কি। [সং. অন্তর্ + দ্বার]।
অর [ara] বি. চাকার পাখি অর্থাত্ যে শলাকা চাকার মাঝখানের নাভিকে পরিধির সঙ্গে যুক্ত করে, spoke. [সং. √ ঋ + অ]।
অরক্ষণীয় [arakṣaṇīẏa] বিণ. রাখা বা রক্ষা করা যায় না বা অনুচিত এমন। [সং. ন + রক্ষণীয়] অরক্ষণীয়া বি. বিণ. (স্ত্রী.) বিবাহের সময় উর্ত্তীণ হয়ে গেছে এমন (কন্যা); আর অবিবাহিতা রাখা অনুচিত এমন (কন্যা)।
অরক্ষিত [arakṣita] বিণ. 1 রক্ষা করা হয়নি এমন; রক্ষার ব্যবস্হা করা হয়নি এমন, unprotected (অরক্ষিত নগরী, অরক্ষিত অঞ্চল); 2 পালন করা হয়নি এমন (অরক্ষিত আদেশ); 3 অসঞ্চিত; বাজে খরচ করা হয়েছে এমন (অরক্ষিত ধন)। [সং. ন + রক্ষিত]।
অর-ঘট্ট [ara-ghaṭṭa] বি. 1 কূপ ইঁদারা; 2 কূপ থেকে জল তোলার কাঠের ঘটির মত যন্ত্রবিশেষ; [সং. অর. + ঘট্ট]।
অরজা [arajā] বিণ. 1 এখনও ঋতুমতী হয়নি এমন (অরজা বালিকা); 2 রজোগুণ নেই এমন, রজোগুণরহিত, 3 ধূলিশূন্য; নির্মল। [সং. ন + রজঃ + আ (স্ত্রী.)]।
অরজাঃ [ arajāḥ] বিণ. 1 এখনও ঋতুমতী হয়নি এমন (অরজা বালিকা); 2 রজোগুণ নেই এমন, রজোগুণরহিত, 3 ধূলিশূন্য; নির্মল। [সং. ন + রজঃ + আ (স্ত্রী.)]।
অরণি [araṇi] বি. 1 যে কাঠের ঘর্ষণে আগুন জ্বলে; 2 চকমকী পাথর flint. [সং. √ ঋ + অনি]। (অতএব অরণিকাষ্ঠ শব্দের কাষ্ঠ শব্দাংশ বাহুল্য)।
অরণী [ araṇī] বি. 1 যে কাঠের ঘর্ষণে আগুন জ্বলে; 2 চকমকী পাথর flint. [সং. √ ঋ + অনি]। (অতএব অরণিকাষ্ঠ শব্দের কাষ্ঠ শব্দাংশ বাহুল্য)।
অরণ্য [araṇya] বি. গাছপালা ও ঝোপঝাড়ে পূর্ণ প্রায় দুর্গম বিস্তীর্ণ অঞ্চল যেখানে পশু বিচরণ করে; বন, জঙ্গল। [সং. √ ঋ + অন্য]। ̃ .কাণ্ড বি. রামায়ণের তৃতীয় কাণ়্ড বা অধ্যায় যেখানে রামের বনবাসের বর্ণনা আছে। ̃ .চর, ̃ .চারী (-রিন্) বিণ. বনে বিচরণ করে এমন, বনচর; বন্য। ̃ .জাত বিণ. বনে জন্মে এমন, বনে উত্পন্ন হয়েছে এমন। ̃ .বাসী (-সিন্) বিণ. বনে বাস করে এমন, বনবাসী। ̃ .ষষ্ঠী বি. জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠী, জামাই ষষ্ঠী। ̃ .সংকুল বিণ. জঙ্গলাকীর্ণ (অরণ্যসংকুল দেশ)। অরণ্যানী বি. বিশাল বন, মহাবন। অরণ্যে রোদন নিস্ফল আবেদন।
অরতি [arati] বি. রতির অভাব ('নামুক অরতি অতএব মোর শরীরে': সু. দ.); প্রীতির অভাব; বিরাগ। [সং. ন + রতি]।
অরন্ধন [arandhana] বি. রান্নার বিরতি; যেদিন রান্না করা নিষিদ্ধ: ভাদ্র মাসের সংক্রান্তির দিন, যেহেতু এই দিন রান্না করা নিষিদ্ধ। [সং. ন + রন্ধন]।
অর-বিন্দ [ara-binda] বি. 1 পদ্ম; 2 লালপদ্ম; 3 নীলপদ্ম। [সং. অর + √ বিন্দ্ + অ]।
অররু [araru] বি. 1 শত্রু ('অররু-পুরে': মধু.); 2 অসুরবিশেষের নাম। ☐ বিণ. হিংস্র; হিংসাপরায়ণ [সং. √ ঋ + অরু]।
অরসজ্ঞ [arasajña] বিণ. রসজ্ঞান নেই এমন; বেরসিক। [সং. ন + রসজ্ঞ, রসিক]। অরসজ্ঞা, অরসিকা বিণ. (স্ত্রী.) রসজ্ঞানহীনা, বেরসিকা।
অরসিক [ arasika] বিণ. রসজ্ঞান নেই এমন; বেরসিক। [সং. ন + রসজ্ঞ, রসিক]। অরসজ্ঞা, অরসিকা বিণ. (স্ত্রী.) রসজ্ঞানহীনা, বেরসিকা।
অরাজক [arājaka] বিণ. 1 শাসনহীন; বিশৃঙ্খল; কোনো নিয়ম বা শৃঙ্খলা নেই এবং যার যা ইচ্ছা তাই করে এমন; 2 রাজা নেই এমন, রাজহীন। [সং. ন + রাজন্ + ক]। ̃ তা বি. বিশৃঙ্খল অবস্হা (দেশে তখন চরম অরাজকতা চলছিল)।
অরাতি [arāti] বি. যে সুখ বা আনন্দ দেয় না; শত্রু, অরি। [সং. ন + √ রা + তি]। ̃. দমন বিণ. শত্রুকে দমন করে এমন, শত্রুদমনকারী।
অরি [ari] বি. 1 যে অনিষ্ট বা ক্ষতি করে; শত্রু; 2 শরীরের ছয়টি রিপু। [সং. √ ঋ +ই]। ̃ জিত্ বি. বিণ. শত্রুকে যে জয় করেছে। অরিন্দম বিণ. বি. অরিকে অর্থাত্ শত্রুকে দমন করে এমন, শত্রুদমনকারী। ̃. মর্দ, ̃. মর্দন বিণ. শত্রুকে মর্দন বা দমন করে এমন।
অরি [ari] (-রিন্) বি. চাকা; চক্র; অর আছে যার। [সং. অর + ইন্]।
অরিজিত্ [arijit] দ্র অরি1
অরিত্র [aritra] বি. নৌকার হাল বা দাঁড়। [সং. √ ঋ + ইত্র]।
অরিষ্ট [ariṣṭa] বিণ. 1 মঙ্গলজনক; কুশল; 2 অক্ষত; 3 হিংসা করা হয়নি এমন; 4 ক্ষয়হীন; অমর। ☐ বি. 1 উপদ্রব; 2 মদজাতীয় আয়ুর্বেদীয় ওষুধবিশেষ (দ্রাক্ষারিষ্ট); 3 মৃত্যুর লক্ষণ। [সং. ন + রিষ্ট]।
অরুগ্ণ [arugṇa] বিণ. শরীরে রোগ নেই এমন; সুস্হ। [সং. ন + রুগ্ণ]।
অরুচি [aruci] বি. (খাবারে) অনিচ্ছা বা বিরাগ; রোগবিশেষ যাতে খাবার জিনিস মুখে বিস্বাদ লাগে; যাতে প্রবৃত্তি হয় না। [সং. ন + রুচি]। ̃. কর বিণ. 1 অপ্রীতিকর, অমনঃপূত; 2 বিরক্তিকর।
অরণ [araṇa] বি. 1 সূর্যের সারথি, গরুড়ের জ্যেষ্ঠ ভ্রাতা; 2 সদ্য উদিত সূর্য; 3 উষাকালীন বা সন্ধ্যাকালীন সূর্যের দীপ্তি; 4 রক্তের বর্ণ। ☐ বিণ. রক্তবর্ণবিশিষ্ট; সদ্যউদিত সূর্যের কিরণে লাল (অরুণ উষা); আরক্ত, লাল। [সং. √ ঋ + উণ]। অরুণা বিণ. (স্ত্রী.) রক্তবর্ণবিশিষ্টা। ☐ বি. গরুড়ের ভগিনী। ̃. বসন বি. লাল রঙের বস্ত্র। ̃. লোচন, ̃. নেত্র বি. রক্তচক্ষু। ̃ সারথি বি. সূর্য। অরুণিত বিণ. রক্তের রঙে রঞ্জিত, লাল রঙে রাঙানো। অরুণিম বিণ. লাল আভাবিশিষ্ট। অরুণিমা বি. (স্ত্রী.) লালচে আভা; রক্তিমা। অরুণোদয় বি. সূর্যোদয়ের পূর্বমুহূর্ত, উষা।
অরুদ্ধ [aruddha] বিণ. রুদ্ধ বা আবদ্ধ নয় এমন; অবারিত। [সং. ন + রুদ্ধ]।
অরুন্তুদ [aruntuda] বিণ. মর্মভেদী; মর্মান্তিক; অত্যন্ত কর্কশ। [সং. অরুস্ (=মর্মস্হল) + √ তুদ্ + অ]।
অরুন্ধতী [arundhatī] বি. সপ্তর্ষিমন্ডলের দ্বারা বেষ্টিত ক্ষীণ নক্ষত্রবিশেষ; বশিষ্ঠমুনির পত্নী। [সং. ন + √ রুধ্ + ত + ঈ (স্ত্রী.)]।
অরূপ [arūpa] বিণ. 1 রূপ নেই এমন, রূপহীন; কুত্সিত; 2 আকার নেই এমন, নিরাকার ('অরূপরতন আশা করি': রবীন্দ্র)। [সং. ন + রূপ]।
অরোগ [arōga] বি. রোগের অভাব, রোগহীনতা। ☐ বিণ. নীরোগ, রোগ নেই এমন। [সং. ন + রোগ]। অরোগী (-গিন্) বিণ. রোগ নেই এমন।
অর্ক [arka] বি. 1 সূর্য (বালার্ক, কোণার্ক); 2 কিরণ, রশ্মি; 3 স্ফটিক; 4 আকন্দ গাছ। [সং. √ অর্ক্ + অ]। ̃. চন্দন বি. রক্তচন্দন। ̃. পত্র বি. আকন্দ গাছ; আকন্দ পাতা। ̃. ফলা বি. 1 রেফচিহ্ন; 2 টিকি (অর্কফলার আন্দোলন)।
অর্কিড [arkiḍa] বি. রাস্নাগোত্রীয় পরগাছাবিশেষ এবং তার ফুল। [ইং. orchid]।
অর্কেষ্ট্রা [arkēṣṭrā] বি. 1 ঐকতান বাদ্য; 2 ঐকতানবাদকের দল। [ইং. orchestra]।
অর্গল [argala] বি. 1 দরজার খিল, হুড়কো; 2 বাধা, প্রতিবন্ধক (অনর্গল কথা)। [সং. √. অর্জ্ + অল]। অর্গলিত বিণ. বন্ধ (অর্গলিত দ্বার); অবরুদ্ধ।
অর্ঘ [argha] বি. মূল্য (মহার্ঘ বস্তু)। [সং. √ অর্ঘ্ (ক্রয় করা) + অ]।
অর্ঘ [argha] বি. পূজা; পূজার উপকরণ। [সং. √ অর্ঘ্ (=পুজা করা) + অ]।
অর্ঘ্য [arghya] বি. পূজার উপকরণ ('রচেনি পূজার অর্ঘ্য': রবীন্দ্র); সম্মানিত ব্যক্তিকে বরণের জন্য মালা চন্দন ইত্যাদি উপচার। ☐ বিণ. 1 পূজ্য, উপাস্য; 2 শ্রদ্ধেয়। [সং. √ অর্ঘ্ + য]।
অর্চক [arcaka] বি. যে অর্চনা বা পূজা করে, পূজক। [সং. √ অর্চ্ + অক]।
অর্চন [arcana] বি. পূজা, উপাসনা। [সং. √ অর্চ্ + অন, + আ]। অর্চনীয়, অর্চ্য বিণ. পূজার যোগ্য, পূজনীয়। অর্চিত বিণ. পূজিত, পূজা করা হয়েছে এমন।
অর্চনা [ arcanā] বি. পূজা, উপাসনা। [সং. √ অর্চ্ + অন, + আ]। অর্চনীয়, অর্চ্য বিণ. পূজার যোগ্য, পূজনীয়। অর্চিত বিণ. পূজিত, পূজা করা হয়েছে এমন।
অর্চা [arcā] বি. পূজা (তু. পূজা-অর্চা)। [সং. √ অর্চ্ + অ + আ]।
অর্চি [arci] (-র্চিস্) বি. 1 শিখা ('তপনের জ্বলদর্চিরেখা': রবীন্দ্র); 2 জ্যোতি, দীপ্তি; (অর্চিষ্মান) 3 জ্বালা। [সং. √ অর্চ্ + ই, ইস্]।
অর্চিঃ [ arciḥ] (-র্চিস্) বি. 1 শিখা ('তপনের জ্বলদর্চিরেখা': রবীন্দ্র); 2 জ্যোতি, দীপ্তি; (অর্চিষ্মান) 3 জ্বালা। [সং. √ অর্চ্ + ই, ইস্]।
অর্চিষ্মান [arciṣmāna] বিণ. জ্যোতি বা দীপ্তি আছে এমন, জ্যোতিষ্মান, দীপ্তিমান। ☐ বি. 1 সূর্য; 2 অগ্নি। [সং. অর্চিস্ + মত্]।
অর্জক [arjaka] বিণ. অর্জন করে এমন। [সং. √ অর্জ + অক]।
অর্জন [arjana] বি. পরিশ্রম বা চেষ্টার দ্বারা প্রাপ্তি; চেষ্টায় পাওয়া; লাভ করা। [সং. √ অর্জ + অন]। অর্জা ক্রি, পাওয়া চেষ্টার দ্বারা পাওয়া ('অর্জিলাম জয়')। অর্জয়িতা বিণ. অর্জনকারী। অর্জিত বিণ. চেষ্টা করে পাওয়া গেছে এমন, চেষ্টার দ্বারা প্রাপ্ত (অর্জিত বিদ্যা)।
অর্জিত [arjita] দ্র অর্জন।
অর্জুন [arjuna] বি. 1 পাণ্ডুর তৃতীয় পুত্র; 2 রাজা শতবীর্য, 3 চোখের রোগবিশেষ, আঞ্জনি; 4 গাছবিশেষ। [সং. √ অর্জ + উন]।
অর্ডার [arḍāra] বি. 1 হুকুম, আদেশ; নির্দেশ (আমার অর্ডার মানতে হবে); 2 ফরমাশ (জামার অর্ডার দিয়েছি)। [ইং. order]। অর্ডারি বিণ. ফরমায়েশি, ফরমাশ অনুযায়ী তৈরী হয়েছে বা করা হয়েছে এমন (অর্ডারি মাল)। অর্ণব বি. সমুদ্র, সাগর। [সং. অর্ণস + ব, নিপাতনে]। ̃ .পোত, ̃ .যান বি. সমুদ্রগামী জাহাজ, সমুদ্রে চলাচল করে এমন যান।
অর্থ [artha] বি. 1 ধন, সম্পত্তি, সম্পদ; ঐশ্বর্য; 2 প্রয়োজন, উদ্দেশ্য, হেতু (স্বার্থ, জ্ঞান লাভার্থ, পরার্থে জীবন); 3 পার্থিব সৌভাগ্য (ধর্ম-অর্থ-কাম-মোক্ষ); 4 প্রার্থনা বা প্রার্থনার বিষয়; 5 কাম্য বস্তু (পুরুষার্থ); 5 রাজনীতি (অর্থশাস্ত্র); 7 কল্যান, মঙ্গল (অনর্থ বাধিয়ে দেবে)। [সং. √ অর্থ + অ, √ ঋ + থ]। ̃ .করী বিণ. (স্ত্রী.) অর্থ উপার্জনের পক্ষে সহায়ক (অর্থকরী বিদ্যা)। ̃ .কষ্ট, ̃ কৃচ্ছ্র বি. টাকাপয়সার অভাবের জন্য কষ্ট, টাকাপয়সার টানাটানি। ̃ .কামী (-মিন) বিন. টাকাপয়সা পেতে চায় এমন। ̃ .গৃধ্নু বি. টাকার লোভ আছে এমন। ̃ .চিন্তা বি. পয়সাকড়ির জন্য ভাবনা। ̃ .চেষ্টা বি. টাকাপয়সা রোজগারের চেষ্টা। ̃ .দণ্ড বি. জরিমানা; (আল.) অকারণ টাকাপয়সা খরচ (একগাদা অর্থদণ্ড হল)। ̃ .নাশ বি. টাকাপয়সার অপব্যয়; ধনক্ষয়। ̃ .নীতি বি. ধনবিজ্ঞান, economics. ̃ .নৈতিক বিণ. ধনবিজ্ঞানবিষয়ক (আর্থনীতিক-এর অসংগত কিন্তু প্রচলিত রূপভেদ)। ̃ .পিশাচ বিণ. বি. অর্থ উপার্জনের জন্য ন্যায়-অন্যায় বা উচিত-অনুচিত বিচার করে না এমন (ব্যক্তি)। ̃ .প্রাপ্তি বি. ধনলাভ। ̃ .বান, ̃ বান্ বিণ. ধনবান. ধনী; প্রচুর টাকাপয়সা আছে এমন। ̃ .বিদ্যা বি. ধনবিজ্ঞান; অর্থের উত্পত্তি, বন্টন ও প্রসরণবিষয়ক বিদ্যা, economic ̃ .বিনিয়োগ বি. (ব্যবসায়ে) টাকা খাটানো। ̃ .ব্যয় বি. টাকা খরচ। ̃ .ভাগ্য বি. ধনলাভের সৌভাগ্য। ̃ .লিপ্সা বি. টাকাপয়সার অত্যধিক লোভ। ̃ .লিপ্সু বিণ. অত্যাধিক টাকার লোভ আছে এমন। ̃ .শালী (-লিন) বিণ. ধনী। ̃ শাস্ত্র বি. ধনবিজ্ঞান; রাজনীতিশাস্ত্র। ̃ .শূন্য বিণ. অর্থহীন, টাকাপয়সা একেবারে নেই এমন। ̃ .সংগ্রহ, ̃ .সংস্হান বি. টাকাপয়সার জোগাড়। ̃ .সংকট, ̃ .সঙ্কট বি. টাকার সমস্যা। ̃ .সমস্যা বি. টাকার ভাবনা এবং সেইজন্য গুরুতর অবস্হা। ̃ .হানি বি. টাকাপয়সার অপব্যয় বা অত্যাধিক ব্যয়; ধনক্ষয়। ̃ .হীন বিণ. ধনহীন; দরিদ্র। অর্থাগম বি. ধনপ্রাপ্তি। অর্থোপার্জন বি. টাকাপয়সা আয়।
অর্থ [artha] বি. তাত্পর্য; মানে (কথার অর্থ, শব্দের অর্থ)। [সং. √ + অ]। ̃ .গৌরব বি. তাত্পর্য বা ভাবের উত্কর্ষ। ̃ .গ্রহ বি. অর্থবোধ, মানে বোঝা। ̃ .বহ বিণ. যার মধ্যে বিশেষ মানে বা তাত্পর্য নিহিত আছে। ̃ .বিত্, ̃ বিদ বিণ. শব্দার্থ সম্বন্ধে অভিজ্ঞ, তত্ত্বজ্ঞ। ̃ .ভেদ। বি. মানে বা তাত্পর্যের পার্থক্য বা ভিন্নতা। ̃ .ময়, ̃ .যুক্ত বিণ. মানে বা তাত্পর্য আছে এমন। ̃ .শূন্য, ̃ .হীন বিণ. মানে বা তাত্পর্য নেই এমন।
অর্থাত্ [arthāt] অব্য. এর মানে। [সং. অর্থ + আত্ (পঞ্চমীর একবচন)]।
অর্থান্তর [arthāntara] বি. অর্থের বা মানের পার্থক্য; ভিন্ন অর্থ বা তাত্পর্য। [সং. অর্থ + অন্তর]। ̃ .ন্যাস বি. অর্থালংকারবিশেষ; বিশেষের দ্বারা সামান্যকে কিংবা সামান্যের দ্বারা বিশেষকে সমর্থন; কারণের দ্বারা কার্যকে কিংবা কার্যের দ্বারা কারণকে সমর্থন।
অর্থাপত্তি [arthāpatti] বি. কাব্যে অর্থালংকার ও দর্শনে অনুমানবিশেষ; এতে এক অর্থ থেকে অন্য অর্থের 'আপত্তি' (=প্রাপ্তি) বোঝায়। [সং. অর্থ + আপত্তি]।
অর্থালংকার [arthālaṅkāra] বি. (ব্যাক.) বাক্যের অর্থসম্বন্ধী অলংকার। [সং. অর্থ 2 + অলংকার]।
অর্থিত [arthita] বিণ. চাওয়া হয়েছে এমন; প্রার্থিত; কাম্য; জিজ্ঞাসিত। [সং. √ অর্থ্ + ত]
অর্থী [arthī] (থিন্) বিণ. 1 চায় এমন; অভিলাষী (বিদ্যার্থী, চিকিত্সার্থী, স্নেহার্থী, শুভার্থী); 2 বাদী, অভিযোগকারী; 3 ধনবান, অর্থ বা ধন আছে এমন। [সং. অর্থ1 + ইন]। ̃ .প্রত্যর্থী, অর্থিপ্রত্যর্থী বি. বাদীপ্রতিবাদী।
অর্থে [arthē] অব্য. জন্য, কারণে। ☐ বি. (7মী বিভক্তি) যুক্তিতে, মানতে, তাত্পর্যে (একে ভালো বলছ কী অর্থে?)। [সং. অর্থ + বাং. এ]।
অর্থোদ্-ঘাটন [arthōd-ghāṭana] বি. অর্থের প্রকাশ; অর্থের বোধ; অর্থের ব্যাখ্যা [সং. অর্থ2 + উদঘাটন]।
অর্থোদ্ভেদ [arthōdbhēda] বি. অর্থের প্রকাশ; অর্থবোধ; অর্থ বোঝা। [সং. অর্থ2 + উদ্ভেদ]।
অর্থোপ-পত্তি [arthōpa-patti] বি. ঠিক অর্থের বা যথাযথ অর্থের বোধ। [সং. অর্থ2 + উপপত্তি]।
অর্থ্য [arthya] বিণ. অর্থ আছে এমন, অর্থযুক্ত; যুক্তিযুক্ত, ন্যায্য। [সং. অর্থ2 + য]।
অর্ধ [ardha] বি. 1 সমান দুই ভাগের এক ভাগ (ব্যাসার্ধ); 2 দুই ভাগের যেকোনো এক ভাগ। ☐ বিণ. বিণবিণ. 1 আধা, আধাআধি (অর্ধাংশ); 2 দুই ভাগে বিভক্ত (অর্ধবঙ্গ); 3 অসম্পূর্ণ বা আংশিক (অর্ধাশন; অর্ধাহার)। ☐ক্রি-বিণ. আংশিকভাবে (অর্ধনির্মিত, অর্ধভুক্ত)। [সং. √ ঋধ্ + অ]। ̃ কথন বি. অসম্পূর্ণ কথা। ̃ .কথিত বিণ. কিছুটা বলা হয়েছে এমন, আংশিক বলা হয়েছে এমন। ̃ কৃত বিণ. অর্ধেক করা হয়েছে বা দুটি অংশে ভাগ করা হয়েছে এমন। ̃ .গ্রাস বি. আংশিক গ্রাস। ̃ .চন্দ্র বি. 1 চাঁদের অংশ; অর্ধপ্রকাশিত চাঁদ; 2 (ব্যঙ্গে) গলাধাক্কা; গলাধাক্কা দিয়ে বিতাড়িত করা (অর্ধচন্দ্র দেওয়া)। ̃ .চন্দ্রাকার, ̃ .চন্দ্রাকৃতি বিণ. আধখানা চাঁদের আকারবিশিষ্ট। ̃ .দিবস বি. 1 অর্ধেক দিন; দুই প্রহর; 2 মধ্যাহ্ন; 3 এক দিন-রাত্রির অর্ধেক; চার প্রহর। ̃ .নারীশ্বর বি. এক দেহে মিলিত হর ও গৌরীর অর্থাত্ শিব ও পার্বতীর যুগলমূর্তি; (আল.) নারী ও পুরুষের যুগলমূর্তি। ̃ .নিমীলিত বিণ. আধবোজা। ̃ .নির্মিত বিণ. আংশিক তৈরি হয়েছে এমন। ̃ .পথ বি. মাঝপথ; মাঝামাঝি পথ (অর্ধপথ অতিক্রম করার পর)। ̃ .পরিস্ফুট বিণ. কিছুটা বা আংশিকভাবে বোঝা গেছে এমন; অস্পষ্ট। ̃ .বয়স্ক বিণ. মাঝবয়সী; প্রৌঢ়। ̃ .ভাগ বি. অর্ধেক। ̃ .মাত্রা বি. নির্দিষ্ট পরিমাণের অর্ধেক। ̃ .মৃত বিণ. আধমরা। ̃ .রাত্র বি. মাঝরাত। ̃ .শত বি. একশোর অর্ধেক পঞ্চাশ। ̃ .স্ফুট বিণ. অস্পষ্ট; আধফোটা। অর্ধাংশ বি. সমান দুই ভাগের এক ভাগ, অর্ধেক। অর্ধাঙ্গ বি. দেহের অর্ধাংশ, শরীরের অর্ধেক। অর্ধাঙ্গিনী বি. (স্ত্রী.) স্ত্রী। অর্ধার্ধ বি. অর্ধেকের অর্ধেক; সিকি ভাগ। অর্ধার্ধি বিণ. ক্রি-বিণ. দুই সমান অংশে, আধা-আধি (অর্ধার্ধি ভাগ করা)। অর্ধাশন বি. আধপেটা খাওয়া (অর্ধাশনে দিন কাটানো)। অর্ধাসন বি. আসনের অর্ধেক। অর্ধেক বি. বিণ. অর্ধ -র অনুরূপ। অর্ধেন্দু আংশিকভাবে উদিত চাঁদ; চাঁদের অংশ। অর্ধেন্দু-শেখর বি. মহাদেব (মস্তকে অর্ধ চাঁদ আছে বলে)। অর্ধোচ্চারিত বিণ. অসম্পূর্ণভাবে উচ্চারিত; অস্পষ্টভাবে উচ্চারিত। অর্ধোদয় বি. পূণ্য তিথিবিশেষ; পৌষ বা মাঘ মাসের অমাবস্যায় রবিবার দিনের বেলা শ্রবণা নক্ষত্র ও ব্যতীপাতঘটিত যোগ। অর্ধোদিত বিণ. আংশিক উদিত।
অর্ধাংশ [ardhāṃśa] দ্র অর্ধ
অর্ধাঙ্গ [ ardhāṅga] দ্র অর্ধ
অর্ধাঙ্গিনী [ ardhāṅginī] দ্র অর্ধ
অর্ধার্ধ [ ardhārdha] দ্র অর্ধ
অর্ধাশন [ ardhāśana] দ্র অর্ধ
অর্ধেক [ardhēka] দ্র অর্ধ
অর্ধেন্দু [ardhēndu] দ্র অর্ধ
অর্ধেন্দুশেখর [ ardhēnduśēkhara] দ্র অর্ধ
অর্ধোচ্চারিত [ardhōccārita] দ্র অর্থ
অর্ধোদয় [ ardhōdaẏa] দ্র অর্থ
অর্পণ [arpaṇa] বি. 1 দান, দেওয়া (এই ধন তোমাকেই অর্পণ করলাম); 2 স্হাপন; 3 ন্যাস; ন্যস্ত করা (দায়িত্ব অর্পণ, ভারার্পণ)। [সং. √ অর্পি + অন]। অর্পিত বিণ. দেওয়া হয়েছে বা ন্যস্ত করা হয়েছে এমন। স্ত্রী. অর্পিতাঅর্পণীয় বিণ. অর্পণ করার যোগ্য। অর্পয়িতা (-তৃ) বি. বিণ. অর্পণকারী। স্ত্রী. অর্পয়িত্রী
অর্বাচীন [arbācīna] বিণ. 1 নবীন, অপ্রাচীন, বয়সে প্রবীণ নয় এমন; আধুনিক; 2 পশ্চাদ্বর্তী; 3 মূর্খ, বুদ্ধি পাকা নয় এমন। [সং. অর্বাচ্ + ঈন]। ̃ তা বি. নবীনতা; পশ্চাদ্বর্তিতা; কাঁচা বুদ্ধির ভাব, মূর্খতা।
অর্বুদ [arbuda] বি. 1 দশ কোটি; 2 রোগবিশেষ, আব, tumour. [সং. √ অর্ব্ + উদ]।
অর্ভক [arbhaka] বি. 1 শিশু; 2 পশুর শাবক; 3 বালক। ☐ বিণ. 1 ক্ষুদ্র; 2 অল্প; 3 দুর্বল, ক্ষীণ; 4 মুর্খ। [সং. √ ঋ + ভ + ক]।
অর্যমা [aryamā] (-মন্) বি. 1 সূর্য; 2 নক্ষত্রবিশেষ। [সং. √ ঋ + মন্]।
অর্শ [arśa] বি. মলনালির রোগবিশেষ, piles. [সং. √ ঋ + অস্ + অ শ্ আগম; √ ঋ + শ + অ]।
অর্শা [arśā] ক্রি. 1 বর্তানো, উত্তরাধিকার সূত্রে বা অন্যভাবে পাওয়া, অধিকারে আসা (পিতার সম্পত্তি পুত্রে অর্শে বা অর্শায়); 2 স্পর্শ করা (দোষ অর্শায়); 3 ভাগ্যে ঘটা। [ফা. উর্স্ > বাং. √ অর্শ্ + আ, আনো]।
অর্শানো [ arśānō] ক্রি. 1 বর্তানো, উত্তরাধিকার সূত্রে বা অন্যভাবে পাওয়া, অধিকারে আসা (পিতার সম্পত্তি পুত্রে অর্শে বা অর্শায়); 2 স্পর্শ করা (দোষ অর্শায়); 3 ভাগ্যে ঘটা। [ফা. উর্স্ > বাং. √ অর্শ্ + আ, আনো]।
(বর্জি.) অর্সা [ (barji.) arsā] ক্রি. 1 বর্তানো, উত্তরাধিকার সূত্রে বা অন্যভাবে পাওয়া, অধিকারে আসা (পিতার সম্পত্তি পুত্রে অর্শে বা অর্শায়); 2 স্পর্শ করা (দোষ অর্শায়); 3 ভাগ্যে ঘটা। [ফা. উর্স্ > বাং. √ অর্শ্ + আ, আনো]।
(বর্জি.) অর্সানো [ (barji.) arsānō] ক্রি. 1 বর্তানো, উত্তরাধিকার সূত্রে বা অন্যভাবে পাওয়া, অধিকারে আসা (পিতার সম্পত্তি পুত্রে অর্শে বা অর্শায়); 2 স্পর্শ করা (দোষ অর্শায়); 3 ভাগ্যে ঘটা। [ফা. উর্স্ > বাং. √ অর্শ্ + আ, আনো]।
অর্হ [arha] বিণ. যোগ্য (শ্রদ্ধার্হ, পূজার্হ); পূজ্য, পূজার যোগ্য। ☐ বি. মূল্য (মহার্হ)। [সং. √ অর্হ্ + অ]। ̃ , ̃ ণা বি. পূজা; যোগ্যতা। ̃ ণীয় বিণ. পূজনীয়, পূজ্য।
অর্হত্ [arhat] বি. 1 বুদ্ধ; 2 নির্বাণের অধিকারী বৌদ্ধ বা জৈন সন্ন্যাসী। [সং. √ অর্হ্ + অত্]।
মন অর্ডার [mana arḍāra] বি. ডাকযোগে অর্থ প্রেরণ বা প্রেরিত অর্থ (মনি অর্ডার করে টাকা পাঠানো, মনি অর়্ডার করা)[.]। [ইং. money order]।
Developed by: Abdullah Ibne Alam, Dhaka, Bangladesh
2005-2025 © ovidhan.org